মুহাম্মদ আবদুল মাবুদ ০১ জুন ১৯৫১ সালে যশোরের আজমপুর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আল-হাজ্জ মুহাম্মদ ইজ্জাতুল্লাহ এবং মাতা সাবেরা খাতুন। জন্মস্থান আজমপুরের পার্শ্ববর্তী গ্রাম দরগাহপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৫৭ সালে ৪র্থ শ্রেনী পাশ করে ১৯৫৮ সনে যশোর জেলার মনিরামপুর উপজেলার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান – ‘লাউড়ী- রামনগর সিনিয়ার মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে ১৯৬৫ সনে দাখিল, ১৯৬৭ সনে ‘আলিম ও ১৯৬৯ সনে ফাযিল পরীক্ষায় ১ম বিভাগে যথাক্রমে ১৫তম, ৮ম ও ১৪তম স্থান অধিকার এবং ১৯৭১ সনে (১৯৭৩ অনু.) তৎকালীন ফরিদপুর জেলার শিবচর থানায় অবস্থিত – ‘বাহাদুরপুর শরিয়াতিয়া আলীয়া মাদ্রাসা থেকে কামিল (হাদীছ) পরীক্ষায় ১ম শ্রেনীতে উত্তীর্ন হন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন।