মুহাম্মদ আবদুল মাবুদ ০১ জুন ১৯৫১ সালে যশোরের আজমপুর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আল-হাজ্জ মুহাম্মদ ইজ্জাতুল্লাহ এবং মাতা সাবেরা খাতুন। জন্মস্থান আজমপুরের পার্শ্ববর্তী গ্রাম দরগাহপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৫৭ সালে ৪র্থ শ্রেনী পাশ করে ১৯৫৮ সনে যশোর জেলার মনিরামপুর উপজেলার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান – ‘লাউড়ী- রামনগর সিনিয়ার মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে ১৯৬৫ সনে দাখিল, ১৯৬৭ সনে ‘আলিম ও ১৯৬৯ সনে ফাযিল পরীক্ষায় ১ম বিভাগে যথাক্রমে ১৫তম, ৮ম ও ১৪তম স্থান অধিকার এবং ১৯৭১ সনে (১৯৭৩ অনু.) তৎকালীন ফরিদপুর জেলার শিবচর থানায় অবস্থিত – ‘বাহাদুরপুর শরিয়াতিয়া আলীয়া মাদ্রাসা থেকে কামিল (হাদীছ) পরীক্ষায় ১ম শ্রেনীতে উত্তীর্ন হন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন।
মুহাম্মদ আবদুল মাবুদ ০১ জুন ১৯৫১ সালে যশোরের আজমপুর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আল-হাজ্জ মুহাম্মদ ইজ্জাতুল্লাহ এবং মাতা সাবেরা খাতুন। জন্মস্থান আজমপুরের পার্শ্ববর্তী গ্রাম দরগাহপুর প্রাথমিক বিদ্যালয় থেকে…