মাওলানা আবু তাহের বর্ধমানী ১৯২১ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট থানাধীন শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে তিনি সপরিবারে বাংলাদেশে হিজরত করেন এবং দিনাজপুর শহরের পাটুয়াপাড়া মহল্লায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি প্রথম জীবনে কলিকাতা হতে প্রকাশিত ‘মাসিক তাওহীদ’ ও দিনাজপুর থেকে প্রকাশিত ‘মাসিক আল-মুজাহিদ’ পত্রিকার সম্পাদক ছিলেন। কলকাতার ‘সাপ্তাহিক পয়গাম’ ও ‘সাপ্তাহিক মোহাম্মাদী’র সাথে প্রায় এক যুগেরও অধিককাল তিনি সম্পৃক্ত ছিলেন। ১৯৮৬ সালে তিনি সাপ্তাহিক আরাফাত পত্রিকার সম্পাদক নিযুক্ত হন এবং ১৯৯৭ সালে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত এ দায়িত্বে নিয়োজিত ছিলেন। ১৯৫৮ সালে তাঁর প্রথম প্রকাশিত ‘সত্যের আলো’ পুস্তিকার বিরুদ্ধে মামলা হয় আদালতে এবং মামলা চার বছর চলার পর অবশেষে পুস্তিকাটি বাজেয়াপ্ত করা হয়। ২০০১ সালের ২১শে মার্চ ৮০ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।