মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফ (১৯ মার্চ ১৯২৬ - ৯ ফেব্রুয়ারি ২০১৪) একজন বাংলাদেশী ধর্মীয় পণ্ডিত, লেখক ও ইসলামী রাজনীতিবিদ ছিলেন। ইউসুফ হাদীস অধ্যয়নের বিশেষজ্ঞ ছিলেন: তিনি হাদীস বিজ্ঞানের উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য "মমতাজ আল-মুহাদ্দেসিন" উপাধি অর্জন করেন এবং এ বিষয়ে তিনি অনেক বই প্রকাশ করেছেন। ইউসুফ বহু জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ৩৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ কৃষক কল্যাণ সোসাইটির চেয়ারম্যান, ৩০ বছরেরও বেশি সময় ধরে দারুল-আরবায় ওয়া দারুল-ইফতা বাংলাদেশের চেয়ারম্যান এবং ৬০ বছরেরও বেশি সময় ধরে জামায়াতে ইসলামীর বাংলাদেশের সিনিয়র নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা যান।