ইমাম বুখারী (রহঃ) আরব রীতি অনুযায়ী বংশধারাসহ পুরো নাম - মুহাম্মদ বিন ইসমাইল বিন ইবরাহীম বিন মুগীরাহ বিন বারদিযবাহ ছিলেন একজন বিখ্যাত হাদীসবেত্তা। তিনি "বুখারী শরীফ" নামে একটি হাদীস সংকলন রচনা করেন, যা মুসলমানদের নিকট হাদীসের সবোর্ত্তম গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। তার নাম মুহাম্মদ। উপনাম হলো আবু আবদুল্লাহ। আমিরুল মুমিনীন ফিল হাদীস তার উপাধি। বুখারা তার জন্মস্থান বলে তাকে বুখারী বলা হয়। তিনি ১৩ই শাওয়াল শুক্রবার, ১৯৪ হিজরীতে খোরাসানের বুখারা- বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইসমাইল ইবনে ইব্রাহিম। তার দাদার নাম ইব্রাহিম। তার দাদার সম্পর্কে খুব বেশি জানা না গেলেও তার বাবা ইসমাইল মুসলিম বিশ্বে একজন পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনিও ছিলেন একজন হাদীসবিদ। তিনি হাদিস শাস্ত্রবিদ আল্লামা হাম্মাদ এবং হযরত ইমাম মালেক এর শাগরিদ ছিলেন। এছাড়াও তিনি বিখ্যাত মনীষী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এর শাগরিদ ছিলেন বলে জানা যায়।
ইমাম বুখারী (রহঃ) আরব রীতি অনুযায়ী বংশধারাসহ পুরো নাম - মুহাম্মদ বিন ইসমাইল বিন ইবরাহীম বিন মুগীরাহ বিন বারদিযবাহ ছিলেন একজন বিখ্যাত হাদীসবেত্তা। তিনি "বুখারী শরীফ" নামে একটি হাদীস সংকলন…