মাওলানা নঈম সিদ্দিকী একজন পাকিস্তানী ইসলামী পন্ডিত, লেখক এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি ছিলেন জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সদস্য এবং আবুল আলা মওদূদী ও আমিন আহসান ইসলাহির ঘনিষ্ঠ সহযোগী। তিনি ১৯১৬ সালের ৫ জুন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের চকওয়ালে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাজীবন শুরু হয় খানপুরের সরকারী উচ্চ বিদ্যালয় থেকে। তিনি ১৯৩৮ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, লাহোর থেকে আরবী ও ফারসি সাহিত্যে "মুন্সী" (স্নাতক) এবং মুন্সী ফাজিলে (যা তত্কালীন মাস্টার্স ডিগ্রির সমতুল্য) ডিগ্রি লাভ করেন। মাওলানা মওদূদী মারা যাওয়ার পরে তিনি দীর্ঘকাল মাসিক পত্রিকা তারজুমান-কুরআনের সম্পাদক ছিলেন। রাসূল সা: এর জীবনী গ্রন্থ রচনার জন্য তিনি সুপরিচিত হন। এছাড়াও উর্দু ভাষায় তাঁর বিখ্যাত বইগুলোর মধ্যে Taleem Ka Tehzeebi Nazria, Aworat Ma'raz e Kashmakash Mein, Ma'reka-e-Deen-o-Siasat, Ta'meer e Sirat ke Lawazim, Communism ya Islam, Shola' Nawai Iqbal, Tehreek-e-Islami ka ebtedaaye Daur, Daawat-e-Fikr-o-Amal অন্যতম। তিনি লাহোরে২০০২ সালের ২৫সেপ্টেম্বর ৮৬ বছর বয়সে শারীরিক অসুস্থতা জনিত কারণে মারা যান।
মাওলানা নঈম সিদ্দিকী একজন পাকিস্তানী ইসলামী পন্ডিত, লেখক এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি ছিলেন জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সদস্য এবং আবুল আলা মওদূদী ও আমিন আহসান ইসলাহির ঘনিষ্ঠ সহযোগী। তিনি ১৯১৬ সালের…