জয়নাব আল গাজালী ২ জানুয়ারি ১৯১৭ – ৩ আগস্ট ২০০৫ সালে মিশরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মিশরীয় সক্রিয় কর্মী। তিনি ইসলামি মহিলা সংস্থার প্রতিষ্ঠাতা। কিশোর বয়সে স্বল্প সময়ের জন্য তিনি মিশরীয় নারীবাদী ইউনিয়নে যোগ দেন। পরে এই সিদ্ধান্তে উপনীত হন যে "ইসলাম অন্য কোন সমাজ কর্তৃক প্রদত্ত পরিবারে নারীদের অধিকার প্রদান করেছে। আঠারো বছর বয়সে তিনি জামাত আল-সাইয়্যিত আল-মুসলিমাত (মুসলিম মহিলা এসোসিয়েশন) প্রতিষ্ঠা করেন। তিনি ইসলাম এবং কুরআনের ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে অভ্যাসশিক্ষার ধারণায় বিশ্বাস করতেন তিনি ৩ আগস্ট ২০০৫ সালে মিশরে মৃত্যু বরণ করেন।