Description
ঈমান (اِيْمَان) শব্দের অর্থ হলো বিশ্বাস। এছাড়াও আনুগত্য করা, অবনত হওয়া, নির্ভর করা, স্বীকৃতি দেয়া অর্থেও ব্যবহৃত হয়। অন্তর দিয়ে বিশ্বাস করা, জিহ্বা দিয়ে বলা আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তা কাজে পরিণত করা। ঈমানের মূল ছয়টি। সেগুলো হচ্ছে- আল্লাহ তায়ালার প্রতি ঈমান, তাঁর ফেরেশতামণ্ডলীর প্রতি ঈমান, তাঁর কিতাবসমূহের প্রতি ঈমান, তাঁর রাসূলগণের প্রতি ঈমান, আখেরাতের প্রতি ঈমান এবং তাকদিরের ভালো-মন্দের প্রতি ঈমান। কুরআনুল কারিম এবং সহিহ হাদিসের বক্তব্য অ নুযায়ী উক্ত রুকনসমূহের প্রত্যেকটির প্রতি ঈমান না আনা পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। যে ব্যক্তি এগুলোর কোনো একটিকে অস্বীকার করবে, সে ঈমানের গন্ডী থেকে বের হয়ে যাবে। সকল মুমিনের ঈমান সম্পর্কিত সহিহ জ্ঞান থাকা আবশ্যক। মাওলানা আবদুস শহীদ নাসিম তার বইটিতে ঈমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন যা পড়ে পাঠক ঈমানের বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবে।
Reviews
There are no reviews yet.