Description
কেউ কুরআন পড়ে, কেউ অধ্যয়ন করে। দুইটা কিন্তু সমান নয়। কুরআন শুধু পড়েই শেষ নয় বরং জরুরী হলো এটা বোঝা এবং নিজের জীবনে এ থেকে প্রাপ্ত শিক্ষার প্রয়োগ করা। আর এই পথে অন্যতম উপকারী মাধ্যম হলো শব্দে শব্দে আল কুরআন। বিদেশী বিভিন্ন ভাষায় বিশেষ করে ইংরেজীতে শব্দে শব্দে পরিপূর্ণ কুরআনের অনেকগুলো ভার্সন থাকলেও বাংলায় সেভাবে নেই বললেও চলে। সেক্ষেত্রে মতিউর রহমান খান অনূদিত ১০ খন্ডের শব্দার্থে আল-কুরআনুল মাজীদ এক অনবদ্য মেহনত। বাংলা ভাষাভাষী কুরআন অধ্যয়নকারীদের জন্য এই গ্রন্থটি অপরিহার্য বলা চলে। পবিত্র কোরআনের অর্থ শিক্ষার ক্ষেত্রে শব্দার্থের সাথে সাথে মর্মার্থও অবশ্যই পড়তে হবে। এছাড়া সূরার নামকরণ, শাণে নুজুল, ঐতিহাসিক পটভূমিকা ও বিষয় বস্তু পড়ার পর পবিত্র কোরআনের আয়াতগুলাে অর্থসহ অধ্যয়ন করতে হবে। এভাবে কমপক্ষে দু’-তিন পারা বুঝে পড়তে পারলে অন্যান্য অংশের অর্থ অনুধাবন করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর পরও গভীরভাবে কোরআন মজীদ অনুশীলনের জন্য কোন নির্ভরযােগ্য তাফসীরের সাহায্য নেয়া প্রয়ােজন। তবে পবিত্র কোরআন অনুশীলনের জন্য সবচেয়ে বড় প্রয়ােজন হল বাস্তব ময়দানে দ্বীনের দাওয়াত পেশ ও নিজের জীবনে তা বাস্তবায়ন করা । এভাবেই পবিত্র কোরআনের মর্মার্থ তার অনুশীলনকারীর সামনে সুস্পষ্ট হয়ে উঠবে। মহান আল্লাহ তা’আলা আমাদের সবাইকে আল কোরআন বুঝে পড়ার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।
Reviews
There are no reviews yet.