Description
কোনো ইবাদাত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সেটা আল্লাহর জন্য খাস করা যেমন জরুরী তেমনি জরুরী সেই ইবাদাতের ক্ষেত্রে রাসূল (সঃ) এর সুন্নাত অনুসরণ করা। রাসূলুল্লাহ (সঃ) বেশিরভাগই নতুন অযু করে নামায পড়তেন। তবে কখনাে কখনাে এক অযুতে একাধিক ওয়াক্ত পড়তেন। একবার অযু করতে তাঁর এক ‘মুদ্দ’ বা তার একটু কম-বেশি পরিমাণ পানি ব্যয় হতাে। অযু করার সময় তিনি অযুর অংগগুলােতে ভালােভাবে পানি ব্যবহার করতেন। তবে তিনি পানি অপচয় করতেন না, খুবই কম পানি ব্যবহার করতেন। উম্মতকেও পানি অপচয় করতে নিষেধ করেছেন। এই বইটিকে রাসূল (সঃ) কিভাবে নামাজ আদায় করেছেন তাঁর একটা প্রামাণ্য দলীল বলা চলে। এ বইটি মূলত আল্লামা হাফিয ইবনুল কায়্যিমের সীরাতে রসূল (সঃ) ও সুন্নতে রসূল (সঃ)-এর উপর লেখা সবচাইতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য গ্রন্থ ।
Reviews
There are no reviews yet.