Description
সীরাতে ইবনে হিশাম বইটির আসল নাম আস-সিরাতুন নাবিয়্যাহ (السیرۃ النبویۃ )। বইটির লেখক আবু মুহাম্মদ আব্দুল মালিক ইবনে হিশাম ইবনে আইয়ুব হুমায়রি। যিনি ইবনে হিশাম নামে পরিচিত। বইটি হিজরী দ্বিতীয় শতকে রচনা করা হয়েছিল। বইটিকে প্রাথমিক সীরাতগ্রন্থ গুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। বইটি প্রকৃতপক্ষে সীরাতে ইবনে ইসহাক এর সংক্ষিপ্ত এবং পরিমার্জিত রূপ। সিরাত ইবনে হিশামের অধিক জনপ্রিয়তার কারণে এর অনেক ব্যাখ্যাগ্রন্থও রচিত হয়েছে। সীরাতের উৎস গ্রন্থ হিসেবে সীরাতে ইবনে হিশাম সর্বাধিক প্রশংসা ও আস্থা অর্জন করেছে। রাসুলুল্লাহ (সঃ) এর জীবন ও কর্ম নিয়ে গবেষণা ও কাজ করেন অথচ সিরাতে ইবনে হিশাম এর সঙ্গে তার পরিচয় ঘটেনি এবং তা থেকে উপকৃত হয়নি এমনটি খুঁজে পাওয়া মুশকিল। তাই প্রত্যেক রাসূলপ্রেমী মুসলিমের উচিত এই চমৎকার গ্রন্থটি সংগ্রহে রাখা।
Reviews
There are no reviews yet.