Description
১৯৫৫ সালের ২রা মার্চ মুলতান মেডিকেল কলেজে অনুষ্ঠিত তৎকালীন পাকিস্তান আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা হয়েছিলো। বিতর্কের বিষয়বস্তু ছিল “পর্দা কি প্রগতির অন্তরায়!” এ প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার লাভ করেছেন মুলতান কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সাইয়েদা পারভিন রেজভী। তিনি পর্দার আড়াল থেকে বক্তৃতা পেশ করতে চেয়েছিলেন, অনুমতি না পেয়ে গায়ে চাদর জড়িয়ে তার বক্তব্য পেশ করেছেন। তিনি বিভিন্ন অকাট্য যুক্তি-প্রমাণাদির সাহায্যে ব্যাখ্যা করেছেন যে, পর্দা কোন মতেই প্রগতির অন্তরায় তো নয়ই বরং মানুষের সার্বিক প্রগতিতে পর্দার বিশেষ ভূমিকা রয়েছে। বিচারকদের শতকরা নিরানব্বই ভাগ রায় তার পক্ষে হয়েছে। তার সে বক্তৃতাই পুস্তকাকারে প্রকাশ করা হলো আমরা আশা করি এতে আমাদের এ সম্পর্কিত বিভ্রান্তির নিরসন হবে।
Reviews
There are no reviews yet.