Description
শিরক হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার মানা, আল্লাহর অস্তিত্ব ও গুণরাজিকে কাউকে শরীক করে নেয়া।মানব জীবনে সংঘটিত পাপাচারসমূহের মধ্যে শিরক সবচেয়ে বড় পাপ হিসেবে স্বীকৃত। শিরকের চেয়ে জঘন্য কোন পাপ নেই। অন্যান্য পাপ আল্লাহ তা’আলা সহজেই ক্ষমা করে দেন। কিন্তু শিরকের পাপ সহজে তিনি ক্ষমা করেন না। পবিত্র কোরআনে আছে- ‘‘তোমরা কেবলমাত্র আল্লাহরই দাসত্ব ও ইবাদত করো। আর অন্য কোন কিছুকেই তাঁর সঙ্গে শরীক করো না।’’ (সূরা-নিসা ৩৬) পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন সবাই মানুষকে শিরকের ব্যাপারে সতর্ক করেছেন। কোন নবী রাসূলকে শিরকের সাথে আপোষ করতে দেখা যায়নি। এ বিষয়ে তারা সকলেই ছিলেন আপোষহীন। শিরক হচ্ছে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। যেখানে শিরকের গন্ধ পাওয়া যাবে সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। তাহলেই আশা করা যায় শিরক মুক্ত ঈমান নিয়ে রবের দরবারে হাজির হওয়া যাবে। বইটিতে আমাদের সমাজে প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায় গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
Reviews
There are no reviews yet.