Description
মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন ইসলামী চিন্তাবিদ, শ্রেষ্ঠ আলেম, বিশিষ্ট আরবি ভাষাবিদ, মহান পণ্ডিত, গ্রন্থকার, প্রবন্ধকার, অতুলনীয় বাগ্মী, ধর্মপ্রচারক, শিক্ষাদরদী, বাংলার প্রখ্যাত রাজনীতিক, আযাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ, দূরদর্শী রাজনীতিবিদ, বাংলা সাংবাদিকতার অন্যতম দিশারী, একনিষ্ঠ সমাজ-সেবক, সমাজ সংস্কারক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং দেশ ও জাতির কল্যাণকামী আপসহীন ব্যক্তিত্ব। আধুনিক শিক্ষায় স্বল্প শিক্ষিত হলেও তিনি ছিলেন প্রবল আত্মোপলব্ধি ও দূরদৃষ্টি সম্পন্ন। তিনি অনেক ঐতিহ্যবাহী মাদ্রাসার শিক্ষক ছিলেন। মুসলিম পুনর্জাগরণবাদী হিসেবে তার কর্মকাণ্ডের জন্যই তিনি মূলত খ্যাতি লাভ করেন। অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য তিনি সাংবাদিকতা এবং জনসাধারণের মধ্যে বক্তৃতাদানকে গণযোগাযোগের মাধ্যম হিসেবে গ্রহণ করেন। মনিরুজ্জামান ইসলামাবাদী বহুমুখী অবদান রেখে গেছেন। তিনি নারী শিক্ষাকে গুরুত্বের সাথে দেখেছিলেন। তাঁর জীবনকে সমাজ সেবা ও দেশ সেবায় উৎসর্গ করেছিলেন। তিনি ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত ও মুসলিম বাংলা সাংবাদিকতার অন্যতম পথ প্রর্দশক। তার আদর্শ জীবন ইতিহাস নিয়েই লেখক মোশারফ হোসাইন খান গ্রন্থটি রচনা করেছেন।
Reviews
There are no reviews yet.