Description
কুরআনুল কারীমের পর ইসলামের দ্বিতীয় মুল ভিত্তি হল হাদীস। ইসলামী শরিয়তের যাবতীয় বিধি-বিধানের মূল উৎস হল কুরআন ও হাদীস। আল্লাহতায়ালা হজরত জিবরাইল আলাহিস সালামের মাধ্যমে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অহি নাজিল করেন সেগুলোই হাদিসের মূল উৎস। অহি প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে প্রত্যক্ষ অহি, অন্যটি পরোক্ষ অহি। প্রত্যক্ষ অহি হজরত রাসূলুল্লাহ (সা.)-এর ওপর সরাসরি নাজিল হতো। আর পরোক্ষ অহি হজরত রাসূলুল্লাহ (সা.) এর ওপর প্রচ্ছন্নভাবে নাজিল হতো। নবী করিম (সা.) নিজের ভাষা, কথা, কাজ এবং সম্মতির মাধ্যমে তা প্রকাশ করেছেন। এগুলোই হাদিস নামে পরিচিত। তবে মুহাদ্দিসগণ হজরত রাসূলুল্লাহ (সা.) সম্পর্কিত বর্ণনা ও তার গুণাবলি সম্পর্কিত বিবরণকেও হাদিসের অন্তর্ভুক্ত করেছেন। যুগে যুগে হাদীস সংরক্ষণ ও সংকলনের পেছনে রয়েছে বিশাল ইতিহাস। মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ:) এর ‘হাদীস সংকলনের ইতিহাস’ বইটি পড়ে পাঠক এ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবে।
Reviews
There are no reviews yet.